• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মাংসের চালানে ২৮০ কোটি টাকার কোকেন

হিমায়িত মাংসের প্যাকেটে ভরা কোকেন

ছবি : বিবিসি

আফ্রিকা

মাংসের চালানে ২৮০ কোটি টাকার কোকেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩১ মে ২০১৮

কন্টেইনারবাহী জাহাজে মিথ্যা ঘোষণায় আনা মাংসের একটি চালান থেকে ৭০০ কেজি কোকেন জব্দ করেছে আলজেরিয়ার কোস্টগার্ড। ড্রাগ ওয়াইজ ডট ওআরজি ডট ইউকে তথ্য মতে দেশটির বাজার দর হিসেবে এই কোকেনের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮০ কোটি টাকা।(প্রতি গ্রাম ৫০ ডলার হিসেবে)।

বিবিসি জানিয়েছে, ব্রাজিল থেকে হিমায়িত মাংস নিয়ে আসা ওই জাহাজটি আলজেরিয়া আসার আগে স্পেনের ভ্যালেন্সিয়া বন্দরে নোঙর করেছিল। আলজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় বন্দর ওরানে জাহাজটির মাল খালাসের কথা ছিল।

গোপনে পাওয়া তথ্যের ভিত্তিতে জাহাজটিতে তল্লাশি চালায় আলজেরীয় কোস্টগার্ড। তল্লাশিকালে চোরাচালানের মাধ্যমে আনা ৭০০ কেজিরও বেশি কোকেন উদ্ধার করা হয়।

জাহাটিতে হিমায়িত মাংসের কয়েকটি বাক্সে কোকেনের প্যাকেটগুলো পাওয়া যায়। ওই বাক্সগুলোর ওপরে ‘হালাল মাংস’ লেখা ছিল।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করে দেশটির কোস্টগার্ড।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads