• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নিউজিল্যান্ডের রেডিও-টেলিভিশনে একযোগে জুমার আজান

নিউজিল্যান্ডের জুমার আজান পরিচালনা করছেন সেখানের গ্র্যান্ড মুফতি

ছবি : ইন্টারনেট

অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডের রেডিও-টেলিভিশনে একযোগে জুমার আজান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ মার্চ ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতের স্মরণে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশনে জুমার নামাজের আজান সম্প্রচার করা হয়।

এছাড়া সংহতি প্রকাশের উদ্দেশ্যে শুক্রবার নিউজিল্যান্ডের অন্য ধর্মের নারীরা মাথায় হিজাব পরেছিলেন।

গত সপ্তাহে সন্ত্রাসী হামলায় মারা যাওয়া ব্যক্তিদের স্মরণ করার জন্য শুক্রবার জুম্মার খুতবায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন সহ হাজার হাজার শোকাবহ মানুষ ক্রাইস্টচার্চে একসাথে সমবেত হয়েছেন। উপস্থিত বেশির ভাগ মানুষ ছিলেন অমুসলিম।

সেখানে গ্র্যান্ড মুফতি আজানের পর সমবেত সকলের উদ্দেশ্যে এক আবেগঘন বক্তব্য দেন। এটাই হচ্ছে মানবতা, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো। আমার বিশ্বাস মুসলমানরাও এভাবে অন্য ধর্মের মানুষের বিপদে এভাবেই পাশে দাঁড়াবেন। জয় হোক মানবতার।

ছোট শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই সন্ত্রাসী হামলার ঘটনায় নিউজিল্যান্ডবাসী শোকাহত। আমরা সবাই এক।

উল্লেখ্য, গত শুক্রবার স্বঘোষিত শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ২৮ বছর বয়সী ট্যারান্ট ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর অতর্কিতে বন্দুক হামলা চালান। ওই হামলায় নিহতের সংখ্যা ৫০। আহত হন আরো অন্তত ৪৭ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads