• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
অর্থবছরের প্রথম মাসে রফতানি আয় বেড়েছে

জুলাইয়ে রফতানি আয়ে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে

সংরক্ষিত ছবি

আমদানি-রফতানি

অর্থবছরের প্রথম মাসে রফতানি আয় বেড়েছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ আগস্ট ২০১৮

চলতি অর্থবছরের (২০১৮-১৯) প্রথম মাস জুলাইয়ে রফতানি আয়ে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। এ সময় রফতানি থেকে বাংলাদেশ আয় করেছে ৩৫৮ কোটি ১৪ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ২৯৮ কোটি ৭৬ লাখ ডলার। এ হিসাবে একই সময়ের তুলনায় আয়ের পরিমাণ বেড়েছে ১৯ দশমিক ৮৮ শতাংশ। অপরদিকে লক্ষ্যমাত্রার তুলনায় আয় বেশি হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ। এ সময় আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৩৪ কোটি ৯০ লাখ ডলার। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল মঙ্গলবার রফতানি আয়ের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে। যথারীতি রফতানি আয়ের বড় অংশ এসেছে তৈরি পোশাক খাতের হাত ধরেই। এ খাত থেকে আয় হয়েছে ৩০১ কোটি ৭৭ লাখ ডলার। অর্থাৎ মোট আয়ের ৮৪ শতাংশেরও বেশি এসেছে পোশাক খাতের মাধ্যমে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই খাতে আয় বেড়েছে ২১ দশমিক ৭২ শতাংশ। গত অর্থবছরে একই সময়ে পোশাক খাতে আয় হয়েছিল ২৪৭ কোটি ৯২ লাখ ডলার।

ইপিবির তথ্যানুযায়ী, বাংলাদেশের রফতানি আয় হয়ে থাকে দুই ধরনের পণ্য থেকে। একটি হচ্ছে প্রাথমিক পণ্য, অপরটি উৎপাদিত পণ্য। দুই ধরনের পণ্য থেকেই আয় বেড়েছে। আগের অর্থবছরের জুলাইয়ে প্রাথমিক পণ্য থেকে আয় হয়েছিল ১০ কোটি ৪৮ লাখ ডলার। চলতি অর্থবছরে আয় হয়েছে ১৪ কোটি ৪৬ লাখ ডলার। অপরদিকে উৎপাদিত পণ্য থেকে আগের অর্থবছরের জুলাই মাসে প্রায় ২৮৮ কোটি ২৮ লাখ ডলার আয় হলেও চলতি অর্থবছরে একই সময়ে আয়ের পরিমাণ হচ্ছে ৩৪৩ কোটি ৭০ লাখ ডলার। তবে হোঁচট খেয়েছে চামড়া খাত। এ খাত থেকে আয় হয়েছে ৯ কোটি ১১ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার তুলনায় ৫ দশমিক ৫৫ শতাংশ কম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads