• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
হিলি স্থলবন্দরে আমদানি রফতানি বিঘ্ন

দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বিঘ্নিত

ছবি : সংগৃহীত

আমদানি-রফতানি

ফারাক্কা ব্রিজ মেরামত

হিলি স্থলবন্দরে আমদানি রফতানি বিঘ্ন

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ ফেব্রুয়ারি ২০১৯

ফারাক্কা ব্রিজ মেরামতের কারণে ভারী যানবাহন চলাচল করতে না দেওয়ায় হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রমে বিঘ্ন ঘটছে। একই সঙ্গে পণ্য আমদানিতে অতিরিক্ত খরচ হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। ফলে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারছেন না কাস্টমস কর্তৃপক্ষ। এতে কিছুটা হলেও স্থবির হয়ে পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সব কার্যক্রম।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে যেসব পণ্য বাংলাদেশে আমদানি করা হয়, তার সব পণ্যবাহী ট্রাকই এ ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে হিলি স্থলবন্দরে প্রবেশ করে। তবে গত ডিসেম্বর মাস থেকে ফারাক্কা ব্রিজের মেরামত কাজ শুরু হলে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয় ভারত সরকার। প্রতিদিন এ বন্দর দিয়ে আগে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পাথর, চাল, পেঁয়াজসহ বিভিন্ন পণ্য নিয়ে দেশে প্রবেশ করত, যা এখন আসছে সব মিলে ৫০টির নিচে। এ কারণে ভারত থেকে পণ্যবাহী ট্রাকগুলোয় বেশি করে পণ্য আমদানি করা যাচ্ছে না। এখন ১০-১২ চাকার ট্রাকে কম পরিমাণে পণ্য লোড দিয়ে আমদানি করতে হচ্ছে। যার ফলে হিলি স্থলবন্দর দিয়ে দেশে পণ্য আমদানি অর্ধেকের নিচে নেমে এসেছে। ফলে পণ্য আমদানিতে অতিরিক্ত ব্যয় হচ্ছে ব্যবসায়ীদের। এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads