• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকা

পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ ট্রাম্পের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ জুলাই ২০১৮

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রে সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এক টুইট বার্তায় এ আমন্ত্রণের তথ্য নিশ্চিত করেছেন।  খবর বিবিসির।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের যুক্তরাষ্ট্রে সফরের বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে ফিনল্যান্ডের হেলসিংকিতে একান্ত বৈঠক করেন রুশ ও মার্কিন প্রেসিডেন্ট। ওই ধারাবাহিকতাতেই পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবারের ওই বৈঠকে ট্রাম্প ও পুতিনের সঙ্গে কেবল তাদের অনুবাদকরাই উপস্থিত ছিলেন। দুই ঘণ্টার ওই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা না গেলেও বৃহস্পতিবার ট্রাম্প হেলসিংকির বৈঠককে ‘বিরাট সাফল্য’ হিসেবে অ্যাখ্যায়িত করেছেন।

গত সোমবারের ট্রাম্প ও পুতিনের দুই ঘণ্টার ওই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে বৃহস্পতিবার ট্রাম্প হেলসিংকির বৈঠককে ‘বিরাট সাফল্য’ হিসেবে অ্যাখ্যায়িত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ ও যুক্তরাজ্যে বিষাক্ত নার্ভ এজেন্ট দিয়ে পক্ষত্যাগী রুশ গুপ্তচরকে ‘হত্যাচেষ্টার’ ঘটনা নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে।

এর মধ্যে হেলসিংকির বৈঠক ও যুক্তরাষ্ট্রে পুতিনের আমন্ত্রণকে বিশ্ব রাজনীতির নয়া মেরুকরণ বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads