• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ইরানের নেতাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকা

ইরানের নেতাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩১ জুলাই ২০১৮

ইরানের নেতাদের সঙ্গে 'কোনো পূর্বশর্ত' ছাড়া এবং 'তাদের সুবিধামত সময়ে' দেখা করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, আমি যে কারো সঙ্গে বৈঠক করবো। আমি বৈঠকে বিশ্বাসী। খবর বিবিসির

এদিকে ট্রাম্পের এমন ঘোষণার প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির উপদেষ্টা হামিদ আবু তালেবি বলেছেন, বৈরিতা হ্রাস ও পারমাণবিক চুক্তিতে ফেরার মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে কোনো আলোচনা হতে পারে।

টুইটারে এক বার্তায় হামিদ আবু তালেবি লিখেছেন, ‘ইরানের মহান জাতির প্রতি শ্রদ্ধা রেখে এ দুই দেশের মধ্যে বৈরিতা কমিয়ে আনতে এবং যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে ফের ফিরিয়ে আনতে এমন আলোচনা শুরু করা যেতে পারে।’

চলতি মাসের শুরুতে ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি আর ডোনাল্ড ট্রাম্পের উত্তপ্ত মন্তব্য বিনিময়ের পর ট্রাম্পের এই বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রকাশিত হল।

মে মাসে একটি চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসে। ওই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মকাণ্ড কমিয়ে আনার সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বন্ধ করার বিষয়ে প্রস্তাবনা ছিল।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads