• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বাংলাদেশ রাজস্ব আদায়ে বেশ সফল : অর্থমন্ত্রী

সংগৃহীত ছবি

রাজস্ব

বাংলাদেশ রাজস্ব আদায়ে বেশ সফল : অর্থমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২০

বাংলাদেশ রাজস্ব আদায়ে এখন পর্যন্ত বেশ সফল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, গেলো ৮ মাসে রাজস্ব প্রবৃদ্ধি ৮ শতাংশের বেশি।

রোববার (৫ এপ্রিল) সকালে গণভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পরই বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ সময় গত আট মাসে দেশের রাজস্ব, প্রবাসী আয়, রপ্তানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির চিত্র তুলে ধরেন তিনি।

মুস্তফা কামাল আরও বলেন, সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় থাকবেন সব শ্রেণি-পেশার মানুষ।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক- এডিবির পূর্বাভাস প্রতিবেদনের বরাত দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকবে বলেও জানান অর্থমন্ত্রী।

কৃষক, জেলে থেকে শুরু করে দেশের সব মানুষই সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় থাকবেন বলে জানান অর্থমন্ত্রী। আর অর্থ সচিব জানান, সবার জন্য প্রয়োজনীয় সুযোগ রাখতে প্যাকেজগুলোর মধ্যে আলাদাভাবে বরাদ্দ রয়েছে।

এ সময় ঋণসহ সব প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য নেয়া পদক্ষেপের চিত্র তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads