• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

রাজস্ব

সর্বোচ্চ ভ্যাট প্রদান

সম্মাননা পাচ্ছে ১৪০ প্রতিষ্ঠান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ ডিসেম্বর ২০২০

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি বছর সর্বোচ্চ ভ্যাট (মূসক) করায় জাতীয় পর্যায়ে ৯টি ও জেলা পর্যায়ে ১৩১টি প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা প্রদান করবে। সরকার ঘোষিত নীতিমালার অধীনে এই পুরস্কার দেওয়া হবে। জাতীয় রাজস্ব  বোর্ডের (এনবিআর) জেষ্ঠ্য তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (মূসক-প্রশিক্ষণ ও পুরস্কার) ইসরাত জাহান রুমার স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উৎপাদন, ব্যবসা ও সেবা এই তিন খাতে জাতীয় পর্যায়ে নয় প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে। উৎপাদন খাতে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেড এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

ব্যবসা খাতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, হ্যামকো করপোরেশন লিমিটেড, সিমেন্স বাংলাদেশ লিমিটেড ও ইউনিমার্ট লিমিটেড। এ ছাড়া সেবা খাতে পুরস্কার পাচ্ছে সামিট কমিউনিকেশনস লিমিটেড, কাতার এয়ারওয়েজ গ্রুপ (কিউসিএসসি) ও চিটাগাং ওয়্যারহাউজেস লিমিটেড। জেলা পর্যায়ে মোট ১৩১টি প্রতিষ্ঠানকে এ বছর সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে। সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা জেলায় ৩টি এবং বাকি ১২৮টি প্রতিষ্ঠান দেশের বিভিন্ন জেলা থেকে পুরস্কারের জন্য বাছাই করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads