• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

দুর্ঘটনা

৪৬ জন স্বজনকে নিয়ে কাঠমান্ডু গেল ইউএস-বাংলার আরেকটি বিমান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ মার্চ ২০১৮

বিমান দুর্ঘটনায় নিহতদের ৪৬ জন স্বজনকে নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছেড়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১১ ফ্লাইট। মঙ্গলবার সকাল ৯টা ২ মিনিটে ছেড়ে যাওয়া বিমানটিতে ইউএস-বাংলার সাতজন কর্মকর্তাও রয়েছে।
দুর্ঘটনার পরই ইউএস-বাংলা কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল নিহতদের পরিবারের একজন করে স্বজনকে নেপালে নিয়ে যাওয়া হবে। বিষয়টি উল্লেখ করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম) কামরুল ইসলাম বলেন, ঘোষণা অনুযায়ী সকালে ৪৬ স্বজনসহ এয়ারলাইন্সের সাত কর্মকর্তা একটি ফ্লাইটে করে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেন। ইউএস-বাংলার কর্মকর্তারা সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ করবেন। মরদেহগুলো কীভাবে দেশে আনা যায়, তার ব্যবস্থাও করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads