• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ছয় জেলায় সড়কে ঝরল ১২ প্রাণ

ছয় জেলায় সড়কে ঝরল ১২ প্রাণ

প্রতীকী ছবি

দুর্ঘটনা

ছয় জেলায় সড়কে ঝরল ১২ প্রাণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৪ জুন ২০১৮

দেশের ছয় জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে শরীয়তপুরে ট্রাকচাপায় তিনজন, বগুড়ায় কভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন, সিরাজগঞ্জে ট্রাক ও কভার্ড ভ্যান সংঘর্ষে তিনজন এবং যশোর, সিলেট ও নেত্রকোনায় একজন করে প্রাণ হারিয়েছেন। গতকাল রোববার ও গত শনিবার রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন। আমাদের ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : জেলার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় রোববার সকালে কভার্ড ভ্যানের ধাক্কায় তিন রাজমিস্ত্রি নিহত হয়েছেন। তারা হলেন উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মহসিন আলী, সাদেক আলী ও শাহ মাহমুদ।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক কাজল কুমার নন্দী জানান, ছোনকা এলাকায় ‘মজুমদার অ্যাগ্রো ফুড প্রডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানের সামনে দিয়ে ছয়জন রাজমিস্ত্রি হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি কভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

সিরাজগঞ্জ : জেলায় ট্রাক ও কভার্ড ভ্যান খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে রায়গঞ্জ উপজেলার দাদপুর জিআর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রাশিদুল, রহমান ও আলামিন। আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি আবদুল কাদের বলেন, ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি কভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় গাড়ি দুটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

যশোর : জেলার ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া এলাকায় রোববার ট্রাকচাপায় ব্যবসায়ী আবদুল ওহাব নিহত হয়েছেন। তিনি উপজেলার নবগ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ট্রাকচালক আব্বাস ও ট্রাকটি আটক করা হয়েছে।

নেত্রকোনা: জেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসি এলাকায় রোববার সিএনজি অটোরিকশা ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজিচালক মাহমুদুল হক সুজন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন সিএনজির ৫ যাত্রী। নিহত সুজন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার সানুরা গ্রামের রশিদ তালুকদারের ছেলে।

শরীয়তপুর : সদর উপজেলার পাটনিগাঁও বড় ব্রিজের কাছে গত শনিবার রাত ১০টার দিকে ধানবোঝাই একটি ট্রাক খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। তারা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার চেচুয়া গ্রামের রহমত গাজী, একই উপজেলার চেউটিয়া গ্রামের নাঈম ও ইদ্রিস। একই দুর্ঘটনায় আহত ৯ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ শ্রমিক নড়িয়ায় ধানকাটা শেষে ট্রাকে করে সাতক্ষীরা ফিরছিলেন। কানারবাজার আটং রাস্তায় পাটনিগাঁও বড় ব্রিজের কাছে ট্রাকটি খাদে পড়ে যায়। শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিয়াজ আহম্মেদ বলেন, রাত ৩টায় তারা ট্রাকের নিচে চাপা পড়ে নিহত শ্রমিকদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

সিলেট : জেলার বিশ্বনাথে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার নাম ছমিরা বেগম। তিনি উপজেলার অলঙ্কারি ইউনিয়নের পিঠাকরা গ্রামের জাহির চৌধুরীর স্ত্রী। গত শনিবার রাতে উপজেলার অলঙ্কারি ইউনিয়নের কাদুয়ার ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads