• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সড়কে ঝরল ৮ প্রাণ

পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

প্রতীকী ছবি

দুর্ঘটনা

সড়কে ঝরল ৮ প্রাণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৯ জুন ২০১৮

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া নাটোর ও মানিকগঞ্জে আরো তিনজন নিহত হন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ২১ জন। ব্যুরো অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর—

চট্টগ্রাম : শাহ আমানত সেতুর উত্তর পাশে এনজিএস কোম্পানির সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় নিহত হয়েছেন চারজন। এ দুর্ঘটনায় আহত হয়েছে ৯ জন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সেতুর ওপর থেকে দ্রুত গতিতে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে এক রিকশাচালকসহ দুজন নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন। দুর্ঘটনার পরপরই আটক করা হয় চালক মো. জহিরকে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে।

নিহতরা হলেন পটিয়া উপজেলার মেহের আঁটি এলাকার মোতাহের হোসেনের ছেলে নুরুল আবসার, কুমিল্লার কাশিপুর ইউনিয়নের দুলু মিয়ার ছেলে শাহ পরান, সাতকানিয়ার সদাহা ইউনিয়নের মো. হোসেনের স্ত্রী হাসিনা বেগম, মো. শহীদের স্ত্রী নার্গিস আক্তার। তার ঠিকানা পাওয়া যায়নি।

অন্যদিকে চট্টগ্রাম নগরীর এ কে খান মোড় এলাকায় কভার্ড ভ্যানের ধাক্কায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক পরিবহন সুপারভাইজার নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সড়ক পার হওয়ার সময় কভার্ড ভ্যানের ধাক্কায় আহত হন সিরাজুল। তাকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত সিরাজুল ইসলামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার তেলীগ্রাম এলাকায়। তার বাবার নাম মোহাব্বত আলী। তিনি সিডিএম পরিবহনের বাস সুপারভাইজারের দায়িত্ব পালন করতেন।

নাটোর : গুরুদাসপুরে ব্যাটারিচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে চালক শাহাদাত হোসেন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার গুরুদাসপুর-মৌখাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত উপজেলার সাহাপুর গ্রামের আবদুল সরদারের ছেলে। গুরুদাসপুর থানার ওসি সেলিম রেজা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহাদাত তার বাড়ি সাহাপুর গ্রামে ফিরছিল। পথে হাজি বাজার বোয়ালিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১২ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিবালয় উপজেলার অন্বয়পুর এলাকার ওমর ড্রাইভারের ছেলে পিকআপ চালক লিটন হোসেন (২৫)। অন্যজন ওই পিকআপের যাত্রী, তার পরিচয় জানা যায়নি। বরংগাইল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আমির হোসেন বলেন, ঢাকাগামী মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুজন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয় অন্তত ১২ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads