• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৮

গাইবান্ধা, রংপুর, নাটোর ও ঢাকার সাভারে এসব দুর্ঘটনা ঘটেছে

প্রতীকী ছবি

দুর্ঘটনা

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৮

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ জুন ২০১৮

সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। রামগতিতে, গাইবান্ধা, রংপুর, নাটোর ও ঢাকার সাভারে এসব দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে লক্ষ্মীপুরে রামগতিতে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হন দুই জন, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় বাস উল্টে ১৬ জন, রংপুর সদরে বিআরটিসির বাসে ট্রাকের ধাক্কায় ছয়জন, নাটোরে ট্রাকচাপায় দুই অটোরিকশা আরোহী এবং সাভারের আমিনবাজারে বাস ও ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আরো অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট থানা ও ফাঁড়ির পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। 

হতাহতদের সবার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।       

জানান, রামগতির চরআফজল এলাকা থেকে প্রসূতি রোগী ও তার স্বজনদের নিয়ে সিএনজিচালিত একটি অটোরিক্সা নোয়াখালী হাসপাতালে যচ্ছিলো। সেখানে দ্রুতগতির মালবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রসূতি সুরাইয়ার পিতা মিলন ও ধাত্রী শাকেরা নিহত হন। গাইবান্ধার পলাশবাড়িতে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একটি বাস উল্টে অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ব্র্যাক মোড়ের কাছে বাঁশকাটা (গরুরহাট) এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান জানান। তাৎক্ষণিকভাবে তিনি হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি। পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরো নয় জনের মৃত্যু হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads