• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

প্রতীকী ছবি

দুর্ঘটনা

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

  • মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জুলাই ২০১৮

মৌলভীবাজারে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো ৪ জন যাত্রী। গতকাল শনিবার বিকালে সদর উপজেলার নাদামপুরে এ ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই শেরপুর ও সরকারবাজার এলাকার বাসিন্দা। নিহতরা হলেন শাহানা বেগম (২৮), শাহাদাত তালুকদার (২১), নাহিদ আহমদ (২৬), লায়েক আহমদ (৩০), সায়েম আহমদ (১৫) ও জাহাঙ্গীর হোসেন (৩৮)।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি সোহেল আহমদ জানান, গতকাল বিকালে সিলেটগামী প্রাইভেটকার ও মৌলভীবাজারগামী সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে ২ জন অটোরিকশার যাত্রী মারা যান। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে আরো ৪ জন মারা যান। মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads