• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারের কাঁচামাল আড়তের আগুন নিয়ন্ত্রণ

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৮

রাজধানীর কারওয়ান বাজারের কাঁচামাল আড়তের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বিকেল দুপুর ৪টা ৫৫ মিনিটে আড়তের ভেতরে থাকা হোটেল ফয়সালের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে কয়েকটি দোকান ও গোডাউন পুড়ে গেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগুনে ক্ষতিগ্রস্থ গোটা মশলার দোকানের এক কর্মচারী বলেন, বিকট শব্দের পর পরেই আশপাশের দোকানগুলোতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। শুরুতে নিজেরা আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পরে পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads