• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বিলের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

শেরপুরের শ্রীবরদী বিলের পানিতে ডুবে মারা যাওয়া তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে

সংরক্ষিত ছবি

দুর্ঘটনা

বিলের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

  • শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৮

শেরপুরের শ্রীবরদী উপজেলার একটি বিলের পানিতে ডুবে মারা যাওয়া তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার কাউনেরচর গ্রামের কাউনের বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহের ডুবুরি দল।

মর্মান্তিক মৃত্যুর শিকাররা হলো ওই গ্রামের ফকির আলীর ছেলে নূর মোহাম্মদ (৭), শুকুর আলীর ছেলে মোহাম্মদ আলী (৭) ও ছোরহাব আলীর ছেলে রিয়াদ (৬)। গতকাল বৃহস্পতিবার ওই তিন শিশুর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুরে নূর মোহাম্মদ, মোহাম্মদ আলী ও রিয়াদসহ সমবয়সী একদল শিশু বাড়ির পাশে কাউনের বিলে গোসল করতে যায়। এর পরই নিখোঁজ হয় তারা। সন্ধ্যায় ওই বিলে নূর মোহাম্মদের মরদেহ ভাসতে দেখে পথচারীরা। এলাকাবাসী বিল থেকে নূর মোহাম্মদের মরদেহ উদ্ধার করলেও অপর দুজনকে খুঁজে পায়নি। পরে জেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সুবল চন্দ্র দেবনাথের নেতৃত্বে ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে ওই বিলে তল্লাশি চালায়। একপর্যায়ে পানির নিচ থেকে মোহাম্মদ আলী ও রিয়াদের মরদেহ উদ্ধার করে তারা।

শেরপুর জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ও শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মর্মন্তুদ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads