• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত হয় এক নারী

প্রতীকী ছবি

দুর্ঘটনা

হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

  • মো. মহিউদ্দিন আল আজাদ
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ফেরদৌসি বেগম মনি (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে হাজীগঞ্জ রেল স্টেশনের এ দূর্ঘটনা ঘটে। এতে ওই মহিলার হাত-পা বিছিন্নসহ শরীর কয়েক টুকরো হয়ে যায়। নিহত ফেরদৌসী বেগম উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাজী বাড়ির বাবলু মিয়ার স্ত্রী।

জানা যায়, শুক্রবার রাতে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরমূখী মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ফেরদৌসি বেগম ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে চাঁদপুর রেলওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. হানিফসহ সঙ্গীয় ফোর্স নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ দিকে ফেরদৌসি বেগমের মৃত্যুর ঘটনায় স্থানীয়ভাবে বিভিন্ন গুঞ্জন উঠেছে। কেউ বলছেন চলন্ত ট্রেন থেকে নামার সময় তিনি কাটা পড়েন। আবার কেউ বলছেন পারিবারিক বিরোধের কারনে চলন্ত ট্রেনের সামনে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তবে রাতে আধাঁরের কারনে মৃত্যুর সঠিক কারন কেউই নিশ্চিত করে বলতে পারেনি।

লাশের সুরতহাল রিপোর্টকারী রেলওয়ে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. হানিফ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হবে। এ ঘটনায় তিনি বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি দূর্ঘটনা না আত্মহত্যা, ময়নাতদন্ত রির্পোট আসলেই নিশ্চিত হওয়া যাবে।


ক্যাপশন : । -বাংলাদেশের খবর

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads