• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

নিখোঁজ স্কুল ছাত্রদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে

ছবি: সংগৃহীত

দুর্ঘটনা

কক্সবাজারে পানিতে ডুবে তিন স্কুল ছাত্রের মৃত্যু

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৮

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে পানিতে ডুবে তিন স্কুল ছাত্র নিহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে দুই স্কুল ছাত্র।

আজ শনিবার সাড়ে ৪টার দিকে চকরিয়া মাতামুহুরি ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরা হল- স্কুল পরিচালনা কমিটির সদস্য ও চকরিয়া আনোয়ার শপিং কমপ্লেক্সের মালিক আনোয়ার হোসেনের দশম শ্রেণি পড়ুয়া ছেলে আমিনুল হোসাইন এমশান (১৫), অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে মেহরাব হোসেন (১৩)।

মৃত ও নিখোঁজ সবাই চকরিয়া গ্রামার স্কুলের শিক্ষার্থী।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন বলেন, স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষা শেষে স্কুলের ছাত্ররা মাতামুহুরী নদীর চরে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষে তারা নদীতে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মো. শিবলী নোমান বলেন, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজ ছাত্রদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। কিন্তু কক্সবাজারে কোনো ডুবুরি না থাকায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। তবে বিষয়টি এরই মধ্যে বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাদের জানানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads