• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

দুর্ঘটনা

মাতামুহুরী নদীতে নিখোঁজ আরেক ছাত্রের লাশ উদ্ধার

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৮

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পাঁচ স্কুলছাত্রের মধ্যে আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চারজনের লাশ পাওয় গেল। আমিনুল হোসেন নামের একজন এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী সেতু সংলগ্ন নদীতে চকরিয়া গ্রামার স্কুলের এ পাঁচ ছাত্র গোসল করতে নেমে ডুবে যায়। 

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে তূর্ণ ভট্টাচার্যের লাশ পাওয়া গেছে। এর আগে সন্ধ্যায় পাওয়া যায় মো. এনশাদ, মেহেরাজ হোসেন ও মো. ফারহানের লাশ।

স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের বরাত দিয়ে ওসি বখতিয়ার বলেন, পরীক্ষা শেষে চকরিয়া গ্রামার স্কুলের কিছু শিক্ষার্থী স্কুলের পাশে ফুটবল খেলে। বিকাল ৫টার দিকে এদের মধ্যে ছয়জন খেলার মাঠের পার্শ্ববতী মাতামুহুরী নদীতে গোসলে নামে।

"এদের মধ্যে একজন কূলে উঠতে সক্ষম হলেও নদীর স্রোতে ভেসে যায় পাঁচজন।”

চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা উদ্ধার তৎপরতা চারিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনজনের এবং রাত সাড়ে ৯টার দিকে আরেকজনের মরদেহ উদ্ধার করে। বাকি আরেকজনের উদ্ধারে তৎপরতা অব্যহত রয়েছে বলে জানান ওসি বখতিয়ার।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads