• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় একটি ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন

ছবি: সংগৃহীত

দুর্ঘটনা

জামালপুরে ট্রাক উল্টে নিহত ৩

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জুলাই ২০১৮

জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় একটি ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত তিনজন। শুক্রবার ভোরে উপজেলার স্থল এলাকার তারাকান্দি-ভূয়াপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সরিষাবাড়ির পুটিয়ারপাড় এলাকার নাসির উদ্দিন (৫০), সাঞ্চারপাড় এলাকার রিয়াজ উদ্দিন (৪৫) এবং আব্দুর বারিক (৪৯)। আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর জোয়াহের হোসেন খান বলেন, ট্রাকটি ঢাকার কেরানীগঞ্জ থেকে বিভিন্ন যন্ত্র নিয়ে সরিষাবাড়ী যাচ্ছিল।পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পরে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।

এ ঘটনায় হযরত আলী, আয়েজ উদ্দিন, স্বপন মিয়া ও আনিস নামের চারজন আহত হয়েছেন। এর মধ্যে আহত আনিস ট্রাকটির চালক বলে জানা গেছে। ঘটনার পরপর তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ হতাহতদের উদ্ধার করে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads