• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
জাহাজে সিলিন্ডার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

সিলিন্ডার বিস্ফোরণ

প্রতীকী ছবি

দুর্ঘটনা

জাহাজে সিলিন্ডার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২৩ জুলাই ২০১৮

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙ্গর করা একটি জাহাজে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ২ শ্রমিক দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে আহতরা হলেন, মোঃ কামরুল (২৮) ও আমজাদ হোসেন (৩০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, কর্ণফুলী নদীতে নোঙ্গর করা একটি জাহাজে সকাল ১১টার দিকে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় দুই শ্রমিক দগ্ধ হছেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। তাদের হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ওই দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ জহির নামে এক ব্যক্তি বলেন, জাহাজে কাজ করার সময় সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটে। তারা ওই সিলিন্ডারের পাশেই কাজ করছিলেন। তারা দুই জনই এ সময় অতিরিক্ত দগ্ধ হওয়া থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেয়। পরে অন্যান্য শ্রমিকরা নদী থেকে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে। আহত শ্রমিকদের ঠিকানা জানা যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads