• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
শিক্ষার্থীদের ওপর উঠল বাস, নিহত ২ আহত ১২

রাজধানীর বিমনবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর খবরে গাড়ি ভাঙচুর করে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের বিক্ষুব্দ শিক্ষার্থীরা

ছবি - বাংলাদেশের খবর

দুর্ঘটনা

দুই বাসের রেষারেষি

শিক্ষার্থীদের ওপর উঠল বাস, নিহত ২ আহত ১২

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জুলাই ২০১৮

যাত্রী তোলার অসুস্থ প্রতিযোগিতায় রাজধানীর বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে দাঁড়ানো শিক্ষার্থীদের ওপর বাস উঠিয়ে দেওয়ায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যান্টনমেন্ট এলাকার পাশে জিল্লুর রহমান ফ্লাইওভার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনার পরপরই রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে প্রায় তিন ঘণ্টা ফ্লাইওভার ও এর নিচ দিয়ে যান চলাচল বন্ধ ছিল।

নিহতরা হলো- শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের মানবিক শাখার দ্বাদশ শ্রেণির আবদুল করিম এবং একাদশ শ্রেণির দিয়া খানম মিম। আহতাবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় আরো ১২ জনকে। ঘটনাস্থল থেকে ঘাতক জাবালে নূর বাসের চালক ও তার সহকারীকে (হেলপার) আটক করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আহাদ।

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কে এসে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় ১৫-২০টি বাসে ভাঙচুর চালায়। ফ্লাইওভারের অন্য পাশে মাটিকাটা-ইসিবি চত্বর এলাকায় জাবালে নূর পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগও করা হয়। এ সময় বিমানবন্দর-বনানী ও বিমানবন্দর-মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আহাদ জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ছাত্রদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক জানান, বিকাল সাড়ে ৩টার দিকে বিমানবন্দর সড়কে যান চলাচল শুরু হয়। তবে বিমানবন্দর-মিরপুর রুটে আরো দুই-তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। যাত্রী নওয়াজেশ আলী খান জানান, মিরপুর-১০ নম্বর যাওয়ার জন্য তিনি বিকাল ৫টার দিকেও ইসিবি চত্বর থেকে কোনো বাস না পেয়ে বাসায় ফিরে যান।

ওসি কাজী শাহান হক জানান, আবদুল্লাহপুর-মোহাম্মদপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১৯২৯৭) কুর্মিটোলাস্থ হোটেল র্যাডিসন ব্লু’র বিপরীত পাশের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থালেই দুই শিক্ষার্থী নিহত ও বেশ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছুটি শেষে বাসে ওঠার জন্য শিক্ষার্থীরা কুর্মিটোলা হাসপাতাল স্টপেজে অপেক্ষা করছিল। এ সময় ফ্লাইওভার দিয়ে মিরপুর থেকে আসা জাবালে নূর পরিবহনের একটি বাস ওই স্টপেজে এসে দাঁড়ালে সেটিতে শিক্ষার্থীরা উঠছিল। একই সময় যাত্রী তোলার প্রতিযোগিতা করতে গিয়ে জাবালে নূরের আরেকটি বাস দাঁড়ানো বাসটির বাঁ পাশ দিয়ে দ্রুতগতিতে ঢুকে পড়ে এবং শিক্ষার্থীদের ওপর উঠে যায়। পথচারীরা সঙ্গে সঙ্গে হতাহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক লে. কর্নেল মো. সগির মিয়া জানান, আহত ১২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads