• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় বাসচাপায় স্কুলছাত্রী নিহত

কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর উঠিয়ে দিয়েছে বাস

প্রতীকী ছবি

দুর্ঘটনা

রাজধানীতে সিনেমা হলে বাস, আহত ৩

কুমিল্লায় বাসচাপায় স্কুলছাত্রী নিহত

  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৮

নিজস্ব প্রতিবেদক ও কুমিল্লা প্রতিনিধি

রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের রেশ না কাটতেই এবার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর উঠিয়ে দিয়েছে বাস। গতকাল মঙ্গলবারের ওই ঘটনায় নিহত হয়েছে এক স্কুলছাত্রী, আহত হয়েছে আরো এক শিক্ষার্থী। একই দিন রাজধানীর মতিঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে সিনেমা হলের বারান্দায় উঠে যায় বাস। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

এদিন দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার গোমতা এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীদের চাপা দেয় একটি বাস। এতে আকলিমা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হয়েছে আরো এক শিক্ষার্থী। নিহত আকলিমা জেলার মুরাদনগর উপজেলার ভাবটিপাড়া গ্রামের আবতি মিয়ার মেয়ে। সে চান্দিনার গোমতা ইসাকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

কুমিল্লা হাইওয়ে ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, দুপুর ২টায় আকলিমা স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়কের পাশে দাঁড়ালে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা আরো একজন আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাস ও এর চালককে এখনো আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনার পরপরই সড়কে বিক্ষোভ শুরু করে গোমতা ইসাকিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

এদিকে সকাল ১০টার দিকে রাজধানীর মতিঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে মধুমিতা সিনেমা হলের বারান্দায় উঠে পড়ে একটি বাস। এ সময় বাসটির সঙ্গে ধাক্কা খেয়ে তিনজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে সিনেমা হলের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। বাসটি সরকারি কোনো অধিদফতরের স্টাফবাস ছিল বলে জানা গেছে।

মধুমিতা হলের সহকারী ম্যানেজার রবিন আহমেদ জানান, সকালের দিকে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সিনেমা হলের বারান্দার সামনের পিলারে এসে ধাক্কা মারে। সিনেমা হলের মর্নিং শো বন্ধ থানায় বারান্দায় তেমন কোনো দর্শনার্থী ছিল না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads