• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
ভ্যানচালকের খুনিকে পুড়িয়ে হত্যা

দিনাজপুরের বীরগঞ্জের শালবাগান এলাকায় সুরুজ আলী নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

ভ্যানচালকের খুনিকে পুড়িয়ে হত্যা

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১০ আগস্ট ২০১৮

দিনাজপুরের বীরগঞ্জের শালবাগান এলাকায় সুরুজ আলী নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার জেরে খুনি রবিউল ইসলাম রবিকে পুড়িয়ে হত্যা করেছে ক্ষুব্ধ গ্রামবাসী। ভ্যানচালককে হত্যার পর শহীদ নামে এক নৈশপ্রহরী ও তার শিশুপুত্র একরামুল হক শামিমকেও কুপিয়ে আহত করে রবিউল। গতকাল বৃহস্পতিবার ভোরে হত্যাকাণ্ডের এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী সকাল ৯টা পর্যন্ত দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, গতকাল ভোরে স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় প্রথমে হামলার শিকার হন বীরগঞ্জের জগদল ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ভ্যানচালক সুরুজ মিয়া। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ ঘটনার পরপরই একই এলাকার একটি মুরগি ফার্মের নৈশপ্রহরী শহীদ এবং তার তিন বছর বয়সী শিশুপুত্র একরামুল হক শামিমকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় অভিযুক্ত রবিউল ইসলাম। হত্যাকাণ্ডের খবর পেয়ে আগুন জ্বালিয়ে মহাসড়কে অবরোধ করে এলাকাবাসী। এর মধ্যে সকাল পৌনে ৮টার দিকে ঘাতক রবিউল ইসলামকে কবিরাজহাট এলাকায় আটক করে ঘটনাস্থলে এনে গণপিটুনি দেওয়ার পর পুড়িয়ে হত্যা করে ক্ষুব্ধ গ্রামবাসী। এ সময় রবিউল ইসলামের বসতবাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে সকাল ৯টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকলকর্মীদের সহায়তায় আগুন নিভিয়ে রবিউলের লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads