• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা

রাজধানীসহ সারা দেশে এখন চলছে পুলিশের ট্রাফিক সপ্তাহ

সংরক্ষিত ছবি

দুর্ঘটনা

স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ আগস্ট ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর রাজধানীসহ সারা দেশে এখন চলছে পুলিশের ট্রাফিক সপ্তাহ। এ ট্রাফিক সপ্তাহের মধ্যেই গতকাল শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গাড়িকে ধাক্কা দেয় একটি বাস। দুর্ঘটনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িতে থাকলেও তার কোনো ক্ষতি হয়নি।

ধাক্কা দেওয়ার সময় চিড়িয়াখানা-মতিঝিল রুটে চলাচলকারী নিউ ভিশন পরিবহনের ওই যাত্রীবাহী বাসটিতে চালক ছিলেন না। তার সহকারী (হেলপার) চালাচ্ছিলেন বাস। হেলপার ইব্রাহীম খলিলকে আটক করে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়েছে।

শেরেবাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস বলেন, ‘আমি একটি বিয়ের দাওয়াতে থানার বাইরে আছি। ঘটনাস্থলে থানার এক কর্মকর্তা আছেন।’ দায়িত্বে থাকা কর্মকর্তা মো. ইয়াদুল হক বলেন, ‘মন্ত্রী মহোদয় রোগী দেখতে শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে এসেছিলেন। রোগী দেখে তিনি নাখালপাড়ার উদ্দেশে রওনা দিলে দুর্ঘটনাটি ঘটে। বাসটি মিরপুর থেকে মতিঝিলের দিকে যাচ্ছিল।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads