• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
 নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

যাত্রীবাহী বাস ও মাইক্রেবাসের সংঘর্ষে চারজন নিহত

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

বর-কনে সহ আহত ১৫

নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় চার শিশুসহ নিহত ৭

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ আগস্ট ২০১৮

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার সোনাইমুড়ী এলাকায় যাত্রীবাহি বাস ও বরযাত্রীবাহি মাইক্রোবাসের সংঘর্ষে চার শিশুসহ মোট ৭জন নিহত হয়েছে। এ ঘটনায় নব-দম্পত্তিসহ আরো অন্তত ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো প্রান্তিক বর্মন (৬), স্নিগ্ধা বর্মন (৫), বৃষ্টি বর্মন (৬), স্বজল বর্মন (২০), শুভ বর্মন (৩০), সৌরভ বর্মন (১২) ও ক্যামেরাচালক অজ্ঞাত (২৫) নিহত ও আহতরা সকলেই চাঁদপুর জেলার মতলব উপজেলার ষাটনল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় সকালে নরসিংদীর রায়পুরা থেকে বিবাহ সম্পন্ন করে চাঁদপুরের মতলব এলাকার বরের নিজ বাড়িতে যাচ্ছিলো বরযাত্রীবাহি মাইক্রোবাস। এসময় ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুই শিশু নিহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে আরো এক শিশুসহ দুইজন মারা যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুত্বর আহত অবস্থায় ১৭ জনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করলে পথিমধ্যে আরো তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্য বেড়ে ৭জনে দাড়িয়েছে।

ইটাখোলা হাইওয়ে ফাঁরির ইনচার্জ ইন্সপেক্টর হাফিজুর রহমান বলেন, মিতালি পরিবহন যাত্রীবাহী বাসটির সামনের চাকা ফেটে গেলে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। পরে বরযাত্রীবাহী মাইক্রোবাসটির উপড়ে উঠিয়ে দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads