• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ডোমারে পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু

নীলফামারীর ডোমারে গোসল করতে নেমে পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

দুর্ঘটনা

ডোমারে পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু

  • নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ আগস্ট ২০১৮

নীলফামারীর ডোমারে পুকুরে গোসল করতে নেমে আলিফ হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আলিফ ওই গ্রামের আহিম হোসেনের ছেলে। একই ঘটনায় গুরুত্বর অসুস্থ্য শিশু রুবেল হোসেনকে (৭) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে একই গ্রামের রবিউল ইসলামের ছেলে।

সোমবার বিকালের দিকে উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের উত্তর জোড়াবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, বিকাল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশের পুকুরে তিন বন্ধু মিলে গোসল করতে নামে শিশু আলিফ হোসেন। এসময় আলিফ ও রুবেল পুকুরের গভীর পানিতে ডুবে যায়। সেটি দেখে অপর বন্ধু হাবিব (৭) চিৎকার করতে থাকলে এলাকাবাসী এগিয়ে এসে আলিফকে মৃত ও রুবেলকে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে। এরপর অসুস্থ্য রুবেলকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থান্তর করা হয়।

জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন রুবেলকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও এখনো শঙ্কামুক্ত নয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads