• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
মাদারীপুরে দোকানে মাইক্রো ২ শিশু নিহত

মাদারীপুরে কর্ণপাড়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ঢুকে গেলে দুই শিশু নিহত হয়

ছবি -বাংলাদেশের খবর

দুর্ঘটনা

মাদারীপুরে দোকানে মাইক্রো ২ শিশু নিহত

সড়কে ঝরল আরো ৫ প্রাণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ আগস্ট ২০১৮

মাত্র তিন দিন আগে রাজশাহীতে দোকানে ঢুকে পড়া বাসের চাপায় এক স্কুলছাত্রী নিহত হওয়ার শোক কাটতে না কাটতেই এবার মাদারীপুরে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাস দোকানে ঢুকে চাপা দিয়েছে দুই শিশুকে। এতে ওই দুই শিশুর একজন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায় অপরজন। এ ছাড়া আরো এক শিশুসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল রোববার ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মাইক্রোবাসের ধাক্কায়, ট্রলি ও ট্রাকচাপায়, অটোরিকশা ও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গতকাল ভোর থেকে দুপুরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:

মাদারীপুর : জেলার কালকিনি উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে প্রবেশ করায় দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার ডাসার থানাধীন কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো কর্ণপাড়া এলাকার এমারাত তালুকদারের মেয়ে ইমা আক্তার (১১) ও এলাকার রুহুল শরীফের মেয়ে সুর্বণা আক্তার (৯)।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব জানান, বরিশাল থেকে শিবচরের কাঁঠালবাড়ী ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে পণ্যবাহী একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় দোকানে থাকা শিশু সুবর্ণা। আহত অপর শিশু ইমাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বিকাল সাড়ে ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিরামপুর (দিনাজপুর): এ উপজেলার আমবাড়ী এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে রোববার সকাল ৯টার দিকে ট্রলিচাপায় নিহত হয়েছে ৯ বছরের শিশু অন্তর রায়। সে চিরিরবন্দর উপজেলার দক্ষিণ বিশ্বনায়তপুর গ্রামের কুমুদ রায়ের ছেলে এবং স্থানীয় মেরিগোল্ড স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। দুর্ঘটনায় ক্ষুব্ধ অন্তরের সহপাঠীরা আমবাড়ীতে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর : জেলার শ্রীপুর উপজেলায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আবদুর রহিম (৫০) নামে এক ঠিকাদার। রোববার সকালে উপজেলার বরমী ইউনিয়নের বড়নল কামারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাঁশিয়া গ্রামের আবদুল জব্বারের ছেলে।

ভৈরব (কিশোরগঞ্জ): রোববার ভোরে ভৈরব উপজেলার শম্ভুপুর এলাকায় ভৈরব-ময়মনসিংহ সড়কে কোরবানির পশুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত হয়েছেন গরু ব্যবসায়ী ফেলা মিয়া। তার বাড়ি রংপুরের পীরগঞ্জে। এ সময় আহত হয়েছেন আরো দুই গরু ব্যবসায়ী।

নওগাঁ : এ জেলার পৃথক উপজেলায় রোববার দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম গ্রামের নেপাল মণ্ডলের ছেলে আমজাদ হোসেন (৬০) ও রাজশাহীর তানোর উপজেলার বাউরি বিলি গ্রামের সামসুদ্দিনের ছেলে জাকিরুল ইসলাম (৩৫)।

মান্দা থানার ওসি (তদন্ত) মাহাবুব আলম বলেন, ধামইরহাট উপজেলা থেকে বেলা ১১টার দিকে মোটরসাইকেলে মান্দায় যাওয়ার পথে বালুবাজার কলেজ মোড়ে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান জাকিরুল ইসলাম। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

সেনবাগ (নোয়াখালী): সেনবাগ-সোনাইমুড়ী সড়কে রোববার দুপুরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের সংঘর্ষে মো. শাহাজাহন (৫০) নামে এক দর্জি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরো তিন যাত্রী। তাদের পরিচয় জানা যায়নি। নিহত শাহাজাহানের বাড়ি সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছিলোদী গ্রামে। পুলিশ লাশ উদ্ধার  করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads