• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
খুলনায় মেঘনা তেল ডিপোতে আগুন, নিহত ২

খূলনার মানচিত্র

ছবি: গুগল ম্যাপ

দুর্ঘটনা

খুলনায় মেঘনা তেল ডিপোতে আগুন, নিহত ২

  • খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত ২০ আগস্ট ২০১৮

খুলনার খালিশপুরে মেঘনা অয়েল ডিপোতে অগ্নিকাণ্ডে দুই জন নিহত হয়েছে।  আজ সোমবার সকাল পৌনে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যমুনা অয়েলের কর্মচারী কামাল মুন্সী এবং ট্যাংক লরির হেলপার রাজু।

মেঘনা পেট্রোলিয়ামের খুলনার সহকারী জেনারেল ম্যানেজার এস এম আবদুল্লাহ জানান, প্রতিদিনের মতো আজও তিনটি ডেলিভারি পয়েন্ট থেকে তেল সরবরাহ চলছিল। সকাল ১০টা ৪০ মিনিটে হঠাৎ করে পেট্রল সরবরাহ পয়েন্টে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তিনটি পয়েন্টে থাকা তিনটি ট্যাঙ্কলরি পুড়ে যায়। ঘটনাস্থলে মেঘনা কর্মী কামাল ও ট্যাঙ্কলরির হেলপার রাজু আহমেদের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ‘খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আমাদের চারটি ইউনিট একসঙ্গে কাজ করে। ভয়াবহ পরিস্থিতির আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ঘটনাস্থলে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।’

এ ঘটনার পর থেকে মেঘনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে বলে তিনি জানান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads