• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বাসচাপায় লেগুনার ১৫ যাত্রী নিহত

মৃত্যুর মিছিল থামছে না সড়কে

সংরক্ষিত ছবি

দুর্ঘটনা

বাসচাপায় লেগুনার ১৫ যাত্রী নিহত

৭ জেলায় প্রাণ গেল আরো ১১ জনের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৬ আগস্ট ২০১৮

মৃত্যুর মিছিল থামছে না সড়কে। গতকাল শনিবারও দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত হয়েছেন নারী-শিশুসহ ২৬ জন। এদের মধ্যে নাটোরের লালপুর উপজেলায় লেগুনার ওপরে নিয়ন্ত্রণহীন বাস উঠে গেলে নিহত হয় একই পরিবারের তিনজনসহ লেগুনার ১৫ যাত্রী। চালকের খামখেয়ালিপনায় কুমিল্লায় শ্যামলী পরিবহনের দুটি বাস খাদে পড়ে নিহত হয়েছেন দুই যাত্রী। এ ছাড়া রাজশাহী, ঝিনাইদহ, ফরিদপুর, মাদারীপুর, পটুয়াখালী ও মাগুরায় নিহত হয়েছেন আরো ৯ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮৪ জন। গত শুক্রবার রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। ব্যুরো অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:

নাটোর: জেলার লালপুর উপজেলায় নাটোর-পাবনা মহাসড়কে বেপরোয়া গতির বাসের ধাক্কায় নারী-শিশুসহ লেগুনার ১৫ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বিকাল ৪টার দিকে উপজেলার কদিমচিলান কিলিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ও নাটোর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বেসরকারি বনপাড়া পাটোয়ারী ক্লিনিক ও আমেনা হাসপাতালে ভর্তি করে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শামসুন নুর ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে রাজশাহীগামী চ্যালেঞ্জার পরিবহনের একটি বাস কিলিক মোড় এলাকায় পাবনাগামী লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়। নিহতদের মধ্যে দুজন শিশু, চারজন নারী এবং আটজন পুরুষ।

নিহতদের মধ্যে ১০ জনের পরিচয় নিশ্চিত করেছেন ওসি শামসূন নূর। এদের তিনজন একই পরিবারের সদস্য। তারা পাবনার মুলাডুলির মন্টু বিশ্বাসের স্ত্রী আদুরি বিশ্বাস, ছেলে প্রত্যয় বিশ্বাস (১২) ও মেয়ে স্বপ্না বিশ্বাস। অন্যরা হলেন লেগুনার চালক ঠাকুরগাঁওয়ের রহিম আলী (২৮), নাটোরের বড়াইগ্রাম নারায়ণপুরের আবু তাহেরের স্ত্রী রজুফা বেগম (৫০), একই গ্রামের রূপচাঁদের স্ত্রী শেফালী বেগম (৪৫), বড়াইগ্রামের জামাইদিঘার লজেনা বেগম (৬৫), পাবনার ঈশ্বরদীর পাকশীর আবদুস সোবহান, রাজশাহীর চারঘাটের মিরকামারি গ্রামের শাপলা খাতুন  (২০) ও তার ৩ বছরের ছেলে এবং টাঙ্গাইল গোপালপুরের রোকন শেখ (২২)। দুর্ঘটনার কারণ তদন্তে দুটি কমিটি গঠিত হয়েছে বলে জানান ওসি।

নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামানকে প্রধান করে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ও বিআরটিএ’র সহকারী পরিচালক সাইদুর রহমানকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ৭ দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

কুমিল্লা : বেপরোয়া গতিতে চালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে কুমিল্লায় ১০ মিনিটের ব্যবধানে শ্যামলী পরিবহনের দুটি বাস খাদে পড়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। শনিবার ভোরের দিকে রায়পুর ও জিংলাতলিতে হতাহতের এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রামের আনোয়ারা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ইয়াছিন মিয়া ও বগুড়ার সোনাতলা এলাকার জামাল উদ্দিন। আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৪০ জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রংপুর থেকে ছেড়ে আসা বাসটি দাউদকান্দির রায়পুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে। এর ১০ মিনিটের মধ্যে দিনাজপুর থেকে ছেড়ে আসা বাসটি রায়পুরের পাশে জিংলাতলিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বাসের দুই যাত্রী মারা যান।

জিংলাতলীতে দুর্ঘটনাকবলিত শ্যামলী পরিবহনের যাত্রী ইলিয়াস হোসেন বলেন, পুরো মহাসড়ক ফাঁকা ছিল। ভয়ঙ্কর গতিতে বাস চালাচ্ছিলেন চালক। এ নিয়ে যাত্রীরা চিল্লাপাল্লা করলেও তাদের কথা শোনেননি তিনি। বাসের গতি এত বেশি ছিল যে, সেটি আর নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। ফলে যাত্রীবোঝাই বাসটি পুকুরে ফেলে দেন তিনি।

রাজশাহী : মহানগরীর কাঁটাখালীতে ব্যাটারিচালিত ভ্যান উল্টে নিহত হয়েছে দাদা-নাতি। গতকাল সকাল ৯টার দিকে কাঁটাখালীর সমসাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কাঁটাখালী দেওয়ানপাড়া এলাকার ভ্যানচালক নাজিম উদ্দিন (৫০) ও তার নাতি আরাফাত আলী (৫)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন নাজিম উদ্দিনের স্ত্রী আছিয়া বেগম ও আরেক নাতি আবুল কালাম।

নাজিমের চাচাত ভাই কাঁটাখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মোতালেব বলেন, সকালে নাজিম পরিবারের সদস্যদের নিয়ে নিজের ব্যাটারিচালিত ভ্যানে করে কাপাসিয়া এলাকায় শ্যালিকার বাড়িতে যাওয়ার সময় ভ্যানের চাকা খুলে উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে নাজিম ও আরাফাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে কাঁটাখালী থানার এসআই সারোয়ার হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাদা-নাতির লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাঙ্গা (ফরিদপুর): ঈদের ছুটি শেষে নারায়ণগঞ্জে কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৮ বছর বয়সী যুবক শামীম শেখ। গতকাল দুপুরে ঢাকা-ফরিদপুর-বরিশাল মহাসড়কে হামিরদী বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে যাত্রী পরিবহন মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন মাহিন্দ্রর ওই যাত্রী। এ সময় আহত হয়েছেন মাহিন্দ্রর আরো ছয় যাত্রী। জেলার সালথা থানার বিভাগদী গ্রামের সোহরাব শেখের ছেলে শামীম নারায়ণগঞ্জে অলিম্পিক গ্রুপে চাকরি করতেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মাহাফুজার রহমান জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী কমফোর্ট লাইনের বাস (চট্ট-মেট্রো-ব ১১-০০৩৪) হামিরদী বাসস্ট্যান্ডে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রটিকে ধাক্কা দেয়। এ ব্যাপারে নিহতের ভাতিজা সাইফুল ইসলাম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেছেন।

কলাপাড়া (পটুয়াখালী): কুয়াকাটা সমুদ্রসৈকতে ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় তছলিমা বেগম (৪৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের তুলাতলী এলাকায় গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তছলিমা আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমরাগাছিয়া গ্রামের ইদ্রিস মুন্সীর স্ত্রী।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আলী আহম্মেদ, ভ্রমণ শেষে ভাই মনিরের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তুলাতলী এলাকায় নেমে রাস্তায় দাঁড়িয়েছিলেন তছলিমা। এ সময় পেছন থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে তাকে কলাপাড়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালকিনি (মাদারীপুর): মাদারীপুরের কালকিনিতে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ও চালক আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড়ের পল্লী চিকিৎসক অমল হালদার (৫০)। আহত চালকের নাম লিটন মাতুব্বর (৪০)। তিনি একই উপজেলার ডাসার মাইজপাড়া গ্রামের মোহাম্মাদ আলী মাতুব্বরের ছেলে। কালকিনি থানার ওসি কৃপাসিন্ধু বালা দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রাম (কুমিল্লা): চৌদ্দগ্রাম উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে নিহত হয়েছেন পারভেজ হোসেন (২৩) নামে এক যুবক। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধর্মপুর গ্রামের শুক্কুল মিয়ার ছেলে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাফায়েত হোসেন জানান, পারভেজ শনিবার সকালে মিরশান্নী-নালঘর সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পারভেজ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাগুরা প্রতিনিধি : মাগুরা-ঝিনাইদাহ সড়কের আাালমখালী এলাকায় বাসচাপায় সবুজ শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকালে সদর উপজেলার আাালমখালী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।  নিহত সবুজ উপজেলার নন্দলালপুর গ্রামের পিসকেন শেখের ছেলে।

মাগুরা সদর থানার এসআই রবিউল ইসলাম জানান, আলমখলীতে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির বাস সবুজকে চাপা দিয়ে পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ছাড়া ঝিনাইদহের পৃথক স্থানে দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads