• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

বগুড়া ম্যাপ

সংরক্ষিত ছবি

দুর্ঘটনা

নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ আগস্ট ২০১৮

বগুড়ার নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় অটোভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে (বগুড়া-নাটোর) মহাসড়কের বিজয়ঘট নামক স্থানে একটি মাইক্রোবাস অটোভ্যানে ধাক্কা দিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নন্দীগ্রাম পৌর এলাকার নামুইট গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে ফেরদৌস আলম (৪৮) ও উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৫০)। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী এক গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, রাতে দুই বন্ধু ইসমাইল ও ফেরদৌস আলম অটোরিকশায় উপজেলার ইউসুফপুর গ্রামে এক আত্মীয়ের বাসায় ঈদের দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে নন্দীগ্রামের বিজয়ঘাট এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাস তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads