• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কুমিল্লায় বাবা-ছেলেসহ ১২ জেলায় নিহত ১৬

সড়কে দেশে চলছে ভয়ংকর সড়ক দুর্ঘটনা

প্রতীকী ছবি

দুর্ঘটনা

ভয়ঙ্কর রূপ নিচ্ছে সড়ক দুর্ঘটনা

কুমিল্লায় বাবা-ছেলেসহ ১২ জেলায় নিহত ১৬

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৯ আগস্ট ২০১৮

দিন যত যাচ্ছে ততই ভয়ঙ্কর রূপ নিচ্ছে সড়ক দুর্ঘটনা। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় সংঘটিত সড়ক ও ট্রেন দুর্ঘটনায় বাবা-ছেলে, শিশুসহ অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে কুমিল্লায় তিনজন, নরসিংদীতে দুইজন, বরগুনায় দুইজন এবং গাজীপুর, নারায়ণগঞ্জ, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও, নেত্রকোনা, গোপালগঞ্জ, সিলেট, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুরে একজন করে নিহত হয়েছে। ব্যুরো অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : সদর উপজেলায় ঈদের দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বাবা ও ছেলে। এ সময় আহত হয়েছে মা ও মেয়ে। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে কুমিল্লা-বুড়িচং সড়কের সদর উপজেলার মহেষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ঢাকার আশকোনা বাজারের কাপড় ব্যবসায়ী আমিনুল ইসলাম (৪৫) ও তার ছেলে ওয়াফি ইসলাম নাবিল (৪)।

কোতোয়ালি মডেল থানার এসআই তপন বাগচী জানান, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামে শ্বশুরবাড়ি থেকে ঈদের দাওয়াত খেয়ে তার স্ত্রী-সন্তানদের নিয়ে অটোরিকশায় কুমিল্লায় ফিরছিল আমিনুল ইসলাম। সকাল সোয়া ৬টার দিকে সদর উপজেলার মহেষপুর এলাকায় তাদের বহনকারী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আমিনুল ইসলাম, তার স্ত্রী ইয়াসমিন, ছেলে ওয়াফি ইসলাম নাবিল ও মেয়ে আফসানা আহত হয়। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আমিনুল ইসলাম ও তার ছেলে ওয়াফির মৃত্যু হয়।

এছাড়া জেলার দেবিদ্বার উপজেলায় ট্রাকের ধাক্কায় গাফফার হোসেন রাজু (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার বারেরায় একটি ট্রাক (চট্ট-মেট্রো-ট ১১-১৫১৬) নিয়ন্ত্রণ হারিয়ে রাজুকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের বাসিন্দা ও প্রবাসী মো. গিয়াস উদ্দিনের ছেলে রাজু দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

নরসিংদী : সদর উপজেলার পাঁচদোনা বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। তারা হলো মনোহরদীর নান্দদিয়া গ্রামের মৃত সাঈদ মিয়ার ছেলে সবজি ব্যবসায়ী আকাশ মিয়া (৩৫) ও পিকআপ চালক শিবপুরের খরিয়া গ্রামের রফিকুল ইসলাম (২১)। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বরগুনা : বরগুনায় বয়স্ক ভাতা নিয়ে ফেরার পথে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে বরগুনার-বেতাগী সড়কের কাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মো. আজিজ সিকদার (৬৫) ও হানিফ আকন (৬৮)। দুজনেরই বাড়ি কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামে।

গাজীপুর : চলন্ত পিকআপ দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে এসে ধাক্কা দিলে ফজলুর রহমান বাদল (২৮) নামে এক সবজি ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। গতকাল মঙ্গলবার ভোরে সিটির উত্তর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল নওগাঁর পোরশা থানার ঘাটনগর এলাকার আবুল হোসেনের ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জ : ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় সাকিব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে জেলার ফতুল্লা এলাকায়। গত সোমবার রাত ৮টার পর পাগলায় ইজিবাইক চাপায় গুরুতর আহত হয় সে। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাকিব নানা-নানির সঙ্গে থাকত।

খাগড়াছড়ি : জেলার গুইমারা উপজেলায় শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় মো. আল-আমিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বুদংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন ওষুধ বিপণন প্রতিষ্ঠান ইবনে সিনায় চাকরি করত। পটুয়াখালী সদর উপজেলার বড়দীঘি গ্রামের মো কেরামত আলীর ছেলে সে।

ঠাকুরগাঁও : জেলার পীরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে তোজাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার সেনুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি সেনুয়া গ্রামেই। ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি বজলুর রশীদ।

নেত্রকোনা : নেত্রকোনা সদরের চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় বাসের ধাক্কায় আহত অটোরিকশাযাত্রী জ্যোৎস্না আক্তার গতকাল মঙ্গলবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মারা গেছে। গত সোমবার রাতের এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় তার শিশুকন্যা স্বপ্না আক্তার (৭)। জ্যোৎস্না জেলার বারহাট্টা উপজেলার বাসিন্দা সবুজ মিয়ার স্ত্রী।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসের ধাক্কায় সিহাব উদ্দিন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বিজয় পাশায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহাব উদ্দিনের বাড়ি খুলনার পাইকগাছায়।

সিলেট : সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারে সিলেটগামী মামুন পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই কামরুল ইসলাম (৪৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে প্রায় আড়াই ঘণ্টা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘাতক বাসটি আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকাগামী সেবা পরিবহন নামের একটি বাসের ধাক্কায় মো. নাছির উদ্দিন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরোহী নূর মোহাম্মদ। গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের রামের খোলা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত নাছির উদ্দিন রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ রোডের ৫/১-এর বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগতিতে বাসের ধাক্কায় মো. সাইফুল্লাহ (৬২) নামে বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের রামদয়াল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ উপজেলার বড়খেরী এলাকার বাসিন্দা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads