• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ঈদে সড়কে প্রাণ গেল ২৫৯ জনের, আহত ৯৬০

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

যাত্রীকল্যাণ সমিতির প্রতিবেদন

ঈদে সড়কে প্রাণ গেল ২৫৯ জনের, আহত ৯৬০

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ আগস্ট ২০১৮

এবার কুরবানির ঈদযাত্রায় দেশের সড়ক-মহাসড়কে ২৩৭টি দুর্ঘটনায় ২৫৯ জন নিহত এবং ৯৬০ জন আহত হয়েছে বলে তথ্য দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

ঈদ যাত্রার শুরুর দিন ১৬ অগাস্ট থেকে ঈদের পর ২৮ অগাস্ট পর্যন্ত ১৩ দিনে এসব দুর্ঘটনা ঘটে।

সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনা নিয়ে সমিতির মনিটরিং সেলের এক প্রতিবেদন উপস্থাপন করেন।

মোজাম্মেল বলেন, ঈদুল ফিতরের তুলনায় দুর্ঘটনা ১৪.৪৪ শতাংশ, প্রাণহানি ২৩.৫৯ শতাংশ এবং আহতের সংখ্যা ২৪.১১ শতাংশ কমেছে। তবে গতবছরের ঈদুল আজহার তুলনায় নিহত ১৩.৫০ শতাংশ এবং আহত ১১.৬৭ শতাংশ বেড়েছে।

গত রোজার ঈদেও সড়ক দুর্ঘটনায় হতাহত নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল সংগঠনটি।

রোজার ঈদ ঘিরে সড়ক-মহাসড়কে দুইশ’ ৭৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। এতে তিনশ’৩৯ জন নিহত এবং ১ হাজার দুইশ’ ৬৫ জন আহত হন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads