• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
টেকনাফের রোহিঙ্গা বস্তিতে আগুন

টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

টেকনাফের রোহিঙ্গা বস্তিতে আগুন

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ সেপ্টেম্বর ২০১৮

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ২৮টি ঘর পুড়ে গেছে।

মঙ্গলবার রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যাস সিলিল্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উপ-পরিদর্শক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ২৮টি ঘরে বসবাসরত ২৮টি পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পরিধেয় বস্ত্র ও ত্রাণের খাদ্যদ্রব্য পুড়ে গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, টেকনাফের লেদায় অনিবন্ধিত রোহিঙ্গা বস্তি থেকে কয়েক কিলোমিটার ভেতরে পাহাড়ে গড়ে ওঠা রোহিঙ্গা বস্তির ২৮টি ঘরে আগুন লাগে। এখানে প্রতিটি ঘরে দুটি করে কক্ষ এবং প্রতিটি কক্ষে একটি করে পরিবার বাস করতো। বাঁশ, চট ও পলিথিনে তৈরি ঘরগুলো একটার সঙ্গে আরেকটা লাগোয়াভাবে তৈরি করায় মুহূর্তেই সব ঘরে আগুন ছড়িয়ে যায়। ২০-৩০ মিনিটের মধ্যে সব ঘর ভস্মীভূত হয়ে যায় বলে স্থানীয় রোহিঙ্গারা জানান। তারা জানান, আগুনে ঘর পুড়লেও কেউ হতাহত হয়নি।

ঘটনার খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads