• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
উল্টো পথের ট্রাক কেড়ে নিল মুক্তিযোদ্ধার প্রাণ

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার

সংরক্ষিত ছবি

দুর্ঘটনা

উল্টো পথের ট্রাক কেড়ে নিল মুক্তিযোদ্ধার প্রাণ

পৃথক দুর্ঘটনায় নিহত আরো ৬

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৪ সেপ্টেম্বর ২০১৮

সড়কে মৃত্যুর মিছিল থামছে না। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গতকাল বৃহস্পতিবার ফেনীতে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। পঞ্চগড়ের বোদায় উল্টো পথে আসা ট্রাকের সঙ্গে মাইক্রোর সংঘর্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নিহত হন। এ ছাড়া মাদারীপুরের কালকিনি, হবিগঞ্জের মাধবপুর ও চট্টগ্রামের সীতাকুণ্ডে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

বোদা (পঞ্চগড়) : বোদায় ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল নিহত হয়েছেন। এ সময় আরো দুই মুক্তিযোদ্ধা আহত হন। গতকাল বৃহস্পতিবার সকালে জেলার বোদা উপজেলা সদরের বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ওয়াইসুল কোরাইশী ও আলাউদ্দিন প্রধান।

আহত মুক্তিযোদ্ধারা জানান, মির্জা আবুল কালাম দুলালসহ ৩ মুক্তিযোদ্ধা ভারতীয় ভিসা সংক্রান্ত কাজে মাইক্রোবাসে রংপুর যাচ্ছিলেন। বোদা বাইপাস এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান জাতির এই শ্রেষ্ঠ সন্তান। আহতদের পরে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

ফেনী : পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো তিনজন। নিহতরা হলেন জেলার ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর গ্রামের বদরুদ্দোজা চৌধুরীর ছেলে ফরহাদ রেজা মুকুল (৩০), তার শ্যালক মোহাম্মদ সায়েম (১৩) ও পিকআপ চালক নজরুল ইসলাম (৩২)। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী-নোয়াখালী মহাসড়কে গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে।

ফেনীর মুহুরিগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মো. মাহবুবুল আলম বলেন, জেলার ফুলগাজী থেকে একটি প্রাইভেটকার চট্টগ্রাম বিমানবন্দরে যাচ্ছিল। ফেনী সদর উপজেলার কসকা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে এক নারীসহ চারজন আহত হন। তাদের ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ফরহাদ মারা যান। আর সায়েমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরহাদের স্ত্রী ফাতেমা-তুজ জোহরা অ্যানি ও প্রাইভেটকার চালক গিয়াস উদ্দিনকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান। আর পিকআপ চালক নজরুল মারা যান ফেনী-নোয়াখালী মহাসড়কে উপজেলা গেট এলাকায়।

কালকিনি (মাদারীপুর) : মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. মন্টু শিকদার (৩০) নামের এক ইউপি সদস্য ও ভ্যান চালক নিহত হয়েছেন। মন্টু শিকদার শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য; তবে ভ্যানচালকের পরিচয় পাওয়া যায়নি।

মাধবপুর (হবিগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কে শাহজীবাজার হরিতলা নামক স্থানে বাস ও সেনা ফ্রিজারভ্যানের মধ্যে সংঘর্ষে সেনা চালকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : লরিচাপায় শ্রীকান্ত চন্দ্র দাশ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শ্রীকান্ত চন্দ্র দাশ বাড়বকুণ্ডু নড়ালিয়া চাড়ালকান্দি এলাকার অমি চন্দ্র দাশের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ডু এলাকায় ফোর লাইনের মাঝখানে আইলেনে রোপণকৃত গাছের চারপাশের আগাছা পরিষ্কার করছিল পরিচ্ছন্নতাকর্মী শ্রীকান্ত। অসাবধানতাবশত চট্টগ্রামমুখী লেনে একটি লরি যাওয়ার সময় শ্রীকান্তকে চাপা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। আহতবস্থায় সঙ্গে থাকা অন্য কর্মীরা দ্রুত সীতাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads