• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বেড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

বেড়ায় সড়ক দুর্ঘটনা

প্রতীকী ছবি

দুর্ঘটনা

বেড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

  • বেড়া (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ সেপ্টেম্বর ২০১৮

পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি-বগুড়া মহাসড়কে সমাসনারী মাদ্রাসা নামক স্থানে সিএনজি-লেগুনা সংঘর্ষে এক শিশু নিহত। ওই ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরো তিনজন।

শুক্রবার (২১সেপ্টোম্বর) সকাল সাড়ে ৯টার সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম তারিন (৫)। আহতরা হচ্ছেন, নিহত তারিনের বাবা আনিস মোল্লা (৫৫), মা রাহিমা খাতুন (৪০), বড় বোন আফরিন (১০)।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার (২১সেপ্টোম্বর)) সকাল সাড়ে ৯টার সময় বেড়া উপজেলার নলভাঙ্গা গ্রামের মোঃ আনিস মোল্লা দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে চাকলা মোল্লা বাড়ি থেকে একটি সিএনজি ভাড়া করে উপজেলার নগরবাড়িতে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যাচ্ছিল। এসময় বেড়া নগরবাড়ি-বগুড়া মহাসড়কে সমাসনারী মাদ্রাসা নামক স্থানে পৌছালে একটি লেগুনা পিছন থেকে সজোরে ধাক্কা দিলে সিএনজি রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তারিন (৫) মারা যায়। আহত আনিস মোল্লা (৫৫) রাহিমা খাতুন (৪০) আফরিন (১০) কে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads