• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় তরুণীসহ তিন লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ ম্যাপ

দুর্ঘটনা

নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় তরুণীসহ তিন লাশ উদ্ধার

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২২ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জে পৃথক ভাবে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুকুরে ডুবে দুইজন মাদ্রাসা ছাত্রের ও ট্রেনের নিচে কাটা পড়ে তরুণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় ফতুল্লার ভুইয়ারবাগ এলাকার পুকুর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়। তারা হলো দেওভোগ ভূইয়ারবাগ এলাকার হাবিবুর রহমানের ছেলে শাওন রহমান (৯) ও একই এলাকার মো. গাজীর ছেলে নয়ন গাজী (৯)। এর মধ্যে শাওন দেওভোগ পানির ট্যাংকি মাদ্রাসার শিশু শ্রেনির ছাত্র। আর নয়ন দেওভোগ মাদ্রসার শিশু শ্রেনীর ছাত্র।

পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই মজিবুর রহমান জানান, শাওন ও নয়ন একই বাসার ভাড়াটিয়া। দুইজনই বৃহস্পতিবার দুপুরে বাইরে থেকে ঘুরে আসি বলে বাসা থেকে বের হয়ে নির্খোজ ছিল। পরে শুক্রবার সকালে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা জানালে পুলিশ লাশ উদ্ধার করে।

অপরদিকে, ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় কমলাপুর-নারায়ণগঞ্জ রেলপথের ফতুল্লার বটতলা এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টা থেকে বটতলা রেললাইনের পাশে বসে কান্না করছিল মেয়েটি। কান্নার কারণ জানতে চাইলে সে কাউকে কিছু বলেনি। পরে সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এসময় তাকে বাঁচাতে গিয়ে আরো দুইজন আহত হয়। আহতরা হলো, বটতলা এলাকার কাঠ ব্যবসায়ী মো. মতি মিয়া ও একই এলাকার মো. মুন্না (৪০)। তাদেরকে শহরের খানপুর এলাকার ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মীর সাব্বীর আলী জানান, স্থানীয়রা জানালে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads