• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
সাভার ডিইপিজেডে ১৫টি গাড়িতে আগুন

ডিইপিজেড ভিতর থেকে তোলা ছবি

ছবি : কমান হোসেন চৌধুরী, আশুলিয়া প্রতিনিধি

দুর্ঘটনা

সাভার ডিইপিজেডে ১৫টি গাড়িতে আগুন

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০১৮

সাভারের আশুলিয়ায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরন এলাকায় (ডিইপিজেড) এর শান্তা ডেনিমের এক শ্রমিক কে গাড়ি চাপায় নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষদ্ধ শ্রমিকরা কাভার্ড ভ্যান, বাস ও মিনিবাস সহ ছোট বড় ১৫ টিরও বেশি গাড়িতে আগুন দিয়েছে। এ সময় বিক্ষদ্ধ শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কেও কয়েকটি গাড়ি ভাংচুর করে। এতে করে মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিইপিজেড এর ভিতরে এই গাড়িচাপা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, ঢাকা রফতানি প্রক্রিয়াকরন এলাকায় (ডিইপিজেড) এর মধ্যে শান্তা ডেনিম এর এক শ্রমিককে গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে করে শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে প্রথমে ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ডিইপিজেড এর টার্মিনালে দাড়িয়ে থাকা গাড়ি গুলোতেও আগুন ধরিয়ে দেয়।

এ সময় গাড়ি গুলোতে ঘণ্টাব্যাপী আগুন জ্বলতে থাকলেও কোন ফায়ার সার্ভিস এর কোন গাড়ি চোখে পরেনি।

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসকে ফোন করলে তারা জানান, যেখানে হাজার হাজার শ্রমিকের মাঝে থানা ও শিল্পাঞ্চল পুলিশ অসহায়ের মত দাড়িয়ে রয়েছে সেখানে আমরা কিভাবে কাজ করবো।

এ রির্পোট লেখা পর্যন্ত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরন এলাকায় (ডিইপিজেড) এর উর্ধতন কর্মকর্তাদের সাথে যোগযোগের চেষ্ঠা করলেও তা সম্ভব হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads