• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
পার্বতীপরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

পার্বতীপরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

  • সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০১৮

দিনাজপুরের পার্বতীপরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপরে রামপুর ইউনিয়নের জোড়তাল রেললাইন লেভেলক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোকছেদুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী তহুরা বেগম (৩০) উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বাঘাচড়া শ্রীরাম গ্রামের বাসিন্দা। এঘটনায় রেল থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বেলাইচন্ডি ইউনিয়নের তথ্য সেবার উদ্যোগতা প্রত্যক্ষদর্শী গিয়াস উদ্দীন (২৮) বলেন, পার্বতীপুর শহর থেকে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী বাজার করে গ্রামের বাড়ী বাঘাচড়া শ্রীরাম যাওয়ার পথে রেলের লেভেলক্রসিং অতিক্রমের সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর আন্তঃনগর ট্রেনের সামনে পড়ে খন্ড-বিখন্ড হয়ে তারা ঘটনাস্থলে মারা যায়। নিহত দম্পতির মিথিলা খাতুন (১১) ও মরিয়ম খাতুন (৬) নামে দুই কন্যা সন্তান রয়েছে। মিথিলা গোপালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির সমাপনি পরীক্ষর্থী ও মরিয়ম একই প্রথম শ্রেনির শিক্ষার্থী। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত মোকছেদুল ইসলাম পঞ্চগড় জেলায় আনসার-ভিডিপিতে কমর্রত ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads