• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
কুতুপালং এ গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে শিশুসহ আহত ১৪

প্রতীকী ছবি

দুর্ঘটনা

কুতুপালং এ গ্যাস সিলিন্ডার বিস্ফোরন, শিশুসহ আহত ১৪

  • মাহমুদুল হক বাবুল, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০১৮

উখিয়ার কুতুপালং ক্যাম্পের একটি বেলুনের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে শিশুসহ ১৪ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৭ টার দিকে তুর্কি পাহাড়ের পাদদেশে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

বিস্ফোরনে গুরুতর আহত চারজনকে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।

ক্যাম্পের চেয়ারম্যান আব্দুর রহিম জানান, বিভিন্ন জীবজন্তুর আকারে তৈরি করা এসব বেলুন সিলিন্ডার গ্যাস দিয়ে ফুলানোর এক পর্যায়ে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরন ঘটে। ঘটনাস্থলে আবু তাহের (১৫), সিরাজ (২৫), জানি হোসেন (১৫), ফয়েজ উল্লাহ (১১), নুরুল আলম (৩০), জুনায়েদ (৫), আব্দুল খালেক (৪), নুর হাসেম (১৪) ও আব্দুল কাদের (২০), আজিজুল হক (১০), আমান উল্লাহ (১৪), ইলিয়াছ (১২) ও বেলুন বিক্রেতা ইয়াছিন (৩০) আহত হয়।

উল্লেখ্য যে, ইতিপূর্বে ক্যাম্পের আনাচে কানাচে ব্যাঙ্গের ছাতারমত গজে উঠা অবৈধ গ্যাস সিলিন্ডারের দোকান থেকে বড় ধরনের অগ্নিকান্ড ও হতাহতের ঘটনা ঘটতে পারে আশংকা করে স্থানীয় গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হলেও প্রশাসনের টনক নড়েনি। কুতুপালং ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম এঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads