• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

প্রতীকী ছবি

দুর্ঘটনা

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২১ নভেম্বর ২০১৮

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী অগ্নিদগ্ধ হয়েছে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে জামগড়ার চিত্রশাইল এলাকার কফিল উদ্দিন এর মালিকানাধীন ৩ তলা বাড়িতে নিচ তলায় এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হচ্ছেন স্বামী রফিকুল ইসলাম (৩২) ও স্ত্রী লাইজু আক্তার (২৪)। তাদের গ্রামের বাড়ির টাঙ্গাইল জেলার গোপালপুর থানার পাথালীয়া গ্রামে। তারা উভয়ে আশুলিয়া স্টার লিং নামের এক পোশাক কারখানায় চাকরি করতেন।

প্রত্যাক্ষদর্শী জানায়, হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে গিয়ে দেখি উভয়ে অগ্নিদগ্ধ হয়ে পরে আছে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি (অপারেশন) মো. মনিরুল হক ডাবলু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই দূর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads