• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
টাঙ্গাইলে প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলট নিহত

টাঙ্গাইলের রসুলপুরে বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ উড়োজাহাজ। ইনসেটে নিহত পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু

ছবি -বাংলাদেশের খবর

দুর্ঘটনা

টাঙ্গাইলে প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলট নিহত

  • টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ নভেম্বর ২০১৮

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিমানবাহিনীর ফায়ারিং জোনে একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন ওই উড়োজাহাজের প্রশিক্ষণার্থী পাইলট এবং বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রসুলপুরের টেলকি ফায়ারিং জোনে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বিমানবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, আকাশেই উড়োজাহাজটিতে আগুন ধরে। পরে বনের মধ্যে বিধ্বস্ত উড়োজাহাজটি টুকরো টুকরো হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করীম শাম্মী জানান, টেলকি ফায়ারিং জোনে মহড়ার সময় বিমানবাহিনীর জেট ফাইটার এফ৭ প্রশিক্ষণ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলট আরিফ আহমেদ দীপু নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে আইএসপিআরের পরিচালক লে. কর্নেল আলমগীর কবীর বলেন, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত বিমানবাহিনী, মধুপুর থানা পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads