• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
লালপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত, আহত ১

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

লালপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত, আহত ১

  • লালপুর (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জানুয়ারি ২০১৯

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া-দয়রামপুর সড়কের ছিমলতলা নামক স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। জানা যায়, তিনজন আরোহী নিয়ে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কালেগে ঘটনাস্থলেই জালাল উদ্দিন (২৬) ও শরিফ উদ্দিন (২৬) নামের দুইজন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় হাফিজ উদ্দিন (২৬) নামের অপর একজন আরোহী গুরুতর আহত হয়েছেন।

গতকাল সোমবার রাত সাড়ে এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত জালাল উদ্দিন বাগাতিপাড়া উপজেলার শেকপাড়া গ্রামের শাহ আলমের ছেলে ও শরিফ লালপুর উপজেলার ধুপইল গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত হাফিজ উপজেলার ধুপইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে এগারোটার দিকে তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল ওয়ালিয়া থেকে ধুপইলে যাওয়ার পথে উক্ত স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থালেই জালাল ও শরিফের মৃত্যু হয়। এসময় হাফিজ নামের অপর একজন আরোহী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে পাশ্ববর্তী মজুমদার ক্লিনিকে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের উদ্ধারকরে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads