• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ট্রেনের নিচে পড়ে দুই পা হারালেন যুবক

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

ট্রেনের নিচে পড়ে দুই পা হারালেন যুবক

  • কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ জানুয়ারি ২০১৯

চট্রগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা জালালাবাদ লোকাল ট্রেনের নীচে পড়ে দুই পা হারালেন ২২ বছরের এক যাত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের গহীন অরণ্যের ভিতরে।

আহত যুবকের নাম সোহেল মিয়া। সে রাজনগর উপজেলার পশ্চিমকাস নিজগাঁও এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

পর্যটন এলাকায় নিরাপত্তা কাজে নিয়োজিত থাকা ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ  দু'পা হারানো গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।

কমলগঞ্জ থানা ও শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্রগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা জালালাবাদ লোকাল ট্রেনের যাত্রী ছিলেন সোহেল মিয়া। ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর প্রবেশ করার পর ট্রেনের প্রবেশ পথে বসে থাকা সোহেল মিয়া হঠাৎ করে ট্রেন থেকে ছিটকে পড়ে ট্রেনের চাকায় পিস্ট হয়ে দু' পা কাটা পড়ে।

শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. আলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমি ও এসআই ইসমাইল হোসেন সিরাজী ঘটনাস্থলে গিয়ে দুপুর ১ টায় গুরুতর আহত যুবককে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads