• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কুষ্টিয়ায় মাদ্রাসার গ্যাস সিলিন্ডারে আগুন, দগ্ধ ৫

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

কুষ্টিয়ায় মাদ্রাসার গ্যাস সিলিন্ডারে আগুন, দগ্ধ ৫

  • কুষ্টিয়া সদর প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ জানুয়ারি ২০১৯

কুষ্টিয়ায় এক মাদ্রাসায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকান্ডে মাদ্রাসার বাবুর্চিসহ চার শিক্ষার্থী দগ্ধ হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরের থানাপাডার মোমতাজুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলো- মাদ্রাসা শিক্ষার্থী তানভীর (১৪), নাঈম (১৬), মহিবুল (১৭), ইমরান (১৬) ও বাবুর্চি ফুলবাস (৫২)। অগ্নিদগ্ধ পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোমতাজুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আরিফুজ্জামান জানান, শুক্রবার রাতে মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীদের রান্নার জন্য বাবুর্চি ফুলবাস গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করেন। গ্যাসের চুলার সমস্যার কারণে তাতে আগুন জ্বলছিল না। গ্যাস সিলিন্ডার চালু রেখেই বাবুর্চি দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করলে আগে থেকে চালু থাকা গ্যাস রান্নাঘরের ভিতরে ঘনীভূত থাকার ফলে দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর সাথে সাথে পুরো রান্নাঘরে আগুন লেগে যায়। এ সময় বাবুর্চির সাথে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী রান্নাঘরে উপস্থিত ছিল। এতে বাবুর্চি ও চার শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রাকিবুল হোসেন বলেন, অগ্নিদগ্ধদের আহতের পরিমান ১০ শতাংশের নিচে। খুব বেশি ঝুঁকিপূর্ণ নয়। তবে এ ব্যাপারে সর্তক থাকতে হবে’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads