• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

পানিতে ভাসছে বাবা ও ছেলের লাশ

সংগৃহীত

দুর্ঘটনা

বাবাকে ছটফট করতে দেখে বাঁচাতে যেয়ে ছেলেও ঢলেপড়ে মৃত্যুর কোলে।

নোয়াখালী পল্লী বিদ্যুৎ এর গাফিলতির কারনে প্রান গেল বাবা ও ছেলের

বিদ্যুৎ এর কারনে পানির মাছ পর্যন্ত মরে ভেসে উঠেছে।

  • মো. আসিফ উল আলম সোহান
  • প্রকাশিত ১৫ জানুয়ারি ২০১৯

নোয়াখালীতে  পল্লী বিদ্যুৎ এর গাফিলতিতে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বাবা ছেলের ।

বিদ্যুৎস্পৃষ্ট বাবা ও ছেলের লাশ পানিতে ভাসছে

বিশেষ প্রতিনিধি

আজ ১৪ জানুয়ারি সন্ধ্যায়  কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফলাহারি গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন,মো. সালাউদ্দিন (৫০) এবং তার ছেলে সৌরভ (১২)। সৌরভ  স্থানীয় করমবক্স উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭ টায় সালাউদ্দিন এবং ছেলে সৌরভ  তাদের জমিতে পানি সেচ দিতে গিয়ে পল্লী বিদ্যুতের খুটির টানা তারের স্পর্শে আসলে সালাউদ্দিন বিদ্যুতায়িত হয়ে ছটফট শুরু করলে, ছেলে সৌরভ  বাবাকে বাঁচাতে গিয়ে দুজনই ঘটনাস্থলে মারা যান।

গাফিলতির বিষয়ে জানতে চাইলে  কবির হাট পল্লী বিদ্যুতের  ডি জি এম গোপাল চন্দ্র শিব বলেন, পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়া তারের সাথে টানা তারের সংযোগ থাকার কারনে এ দূর্ঘটনা ঘটে। ঠিকাদার কাজটি করেছে ।আগামীকাল সকালে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে বিস্তারিত জানাতে পারবো।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা হাসান জানান, ফায়ার বিগ্রেডের উদ্ধারকারী দল এসে  লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, পরিবারের আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads