• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মেঘনায় ট্রলার ডুবি: উদ্ধার কাজে যুক্ত হল প্রত্যয়, নৌ-বাহিনীর ডুবুরী দল

উদ্ধারকারি এক জাহাজ

ছবি: বাংলাদেশের খবর

দুর্ঘটনা

মেঘনায় ট্রলার ডুবি: উদ্ধার কাজে যুক্ত হল প্রত্যয়, নৌ-বাহিনীর ডুবুরী দল

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জানুয়ারি ২০১৯

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ডুবে যাওয়া মাটি বোঝাই ট্রলার ও নিখোঁজ শ্রমিকদের খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত ট্রলার শনাক্ত করা যায়নি। নিখোঁজ ২০ শ্রমিকের কারোই খোঁজ মিলেনি। নৌ-বাহিনীর ৮ সদস্যের ডুবুরী দল ও বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছে বৃহস্পতিবার বিকেলে।

এদিকে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দ্বিতীয় দিনের মত উদ্ধার কাজে নামে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও কোস্টগার্ড। সকাল থেকেই বিআইডব্লিউটিএর সোনার মেশিনে শব্দ তরঙ্গের সাহায্যে নদীতে তৎপরতা শুরু করে। দুপুরে সোনার মেশিনে ট্রলার সাদৃশ একটি ধাতব বস্তুর সন্ধান পেয়েছে উদ্ধার কর্মীরা। তবে ওই ধাতব বস্তুটি ডুবে যাওয়া ট্রলার নয় বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান।

তিনি জানান, জেলার গজারিয়া উপজেলার কালীপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তলদেশে সোনার মেশিনে শব্দ তরঙ্গের সাহায্যে একটি ধাতব বস্তুর সন্ধান মিলেছে। নদীর তলদেশে ডুবুরীরা নেমে যাওয়া নিশ্চিত হয়েছেন ডুবে যাওয়া ট্রলার নয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোর ৪টার দিকে মেঘনা নদীতে মাটি বোঝাই ট্রলার ডুবিতে ২০ শ্রমিক নিখোঁজ রয়েছেন। ট্রলারের ১৪ শ্রমিক সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হন। পর্যাপ্ত তথ্যের অভাবে মঙ্গলবার উদ্ধার তৎপরতা শুরু করা না হলেও ১২ ঘণ্টা পর বুধবার ভোর থেকে পুরোদমে উদ্ধার কাজে নামে সংশ্লিষ্টরা। নিখোঁজ শ্রমিকদের মধ্যে ১৭ জনের বাড়ি পাবনার ভাঙ্গুরিয়া উপজেলার খানমরিচ ইউনিয়নে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads