• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ১, আহত ৫

কুষ্টিয়ায় নির্মাণাধীন মেডিকেল কলেজ হাসপাতালের ছাদ ধসের পর উদ্ধার তৎপরতা

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ১, আহত ৫

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ জানুয়ারি ২০১৯

কুষ্টিয়ায় নির্মাণাধীন মেডিকেল কলেজ হাসপাতালের ছাদ ধসে নিহত হয়েছেন এক নির্মাণ শ্রমিক।  এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ শ্রমিক। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে শ্রমিকরা ঢালাইয়ের কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম বজলু মিয়া (৬০)।  সে  কুমারখালী উপজেলার ভাদু প্রামানিকের ছেলে।

আহত পাঁচ শ্রমিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পরই কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার তানভীর আরাফাতসহ মেডিকেল কলেজ ভবন নির্মাণ বাস্তবায়নকারী সংস্থা গণপূর্ত বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আহত এক শ্রমিক চিকিৎসা শেষে সাংবাদিকদের জানান, হঠাৎ করেই বিকট শব্দে নির্মাণাধীন সাটারিংটি ধসে পড়ে। এ সময় সাটারিংয়ের নিচে কয়েকজন শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজ করছিল।

জহুরুল কনস্ট্রাকশন এর আওতায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ চলছিল। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আজকের মতো উদ্ধার কাজ শেষ করেন কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা। নির্মাণ কাজের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা তাদের।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) আশরাফুল হক দারা বলেন, ‘দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি করে কাজ শেষ করছিল কিনা তা তদন্ত করে দেখা হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads