• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

কুমিল্লার গৌরিপুরে খাদে পড়া বাস

প্রতীকী ছবি

দুর্ঘটনা

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

  • কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জানুয়ারি ২০১৯

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে। শনিবার  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে এসব দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস সকালে কুয়াশার কারণে ইলিয়টগঞ্জ ব্রিজ এলাকায় একটি ক্যাভার্ড ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় বাসের সুপার ভাইজার এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাসের হেলপার।

 নিহত হেলপার মানোয়ার হোসেন মানিকগঞ্জের হরিরামপুর থানার কাজিকান্দার গ্রামের ইদ্রিস শেখের ছেলে এবং সুপার ভাইজার ফাহাদ আল রাজী ফয়সাল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকার মৃত কায়কোবাদের ছেলে।

এদিকে দুপুর সাড়ে ১২টায় মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে প্রাইভেট কারের যাত্রী টাঙ্গাইল সদরের আশেকপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে হুমায়ুন কবির ও একই জেলার টাকুরটাকুর এলাকার আশেক আলীর ছেলে মজিবুর রহমান নিহত হন।

 এছাড়া দুপুর আড়াইটায় দাউদকান্দির গৌরিপুর বাস স্ট্যান্ডে সিডিএম পরিবহনের একটি বাস পথচারী এক মহিলাকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ওই মহিলাসহ বাসের দুই যাত্রী নিহত হন। নিহত পথচারী মহিলা দাউদকান্দির গোপচর গ্রামের খায়রুল মোল্লার স্ত্রী মহিলা নুরন্নাহার। বাসে থাকা দুই যাত্রী ডুবে মারা যান। নিহত বাস যাত্রীর একজন দাউদকান্দির কুশিয়ারা গ্রামের শরীফ আলীর ছেলে মো.সুমন। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। 

এছাড়া দুপুর ১টার দিকে কুমিল্লা ক্যান্টনমেন্টমেন্ট এলাকায় দুর্ঘটনায় উদ্ধারে যাওয়ার পথে হাইওয়ে পুলিশের রেকার চাপায় এক বেদে নারী আনছারি ম-ল নিহত হন। তিনি মুন্সীগঞ্জের বিক্রমপুর এলাকার সজীব ম-লের স্ত্রী। তিনি একটি মারুতি গাড়ি থেকে পড়ে রেকারে চাকায় চাপা পড়েন বলে স্থানীয়রা জানান।

 দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ ও ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান দুর্ঘটনায় ৮জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads