• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
কালিহাতীতে লরি ও ট্রাকের সংঘর্ষ : নিহত এক

কালিহাতীতে লরি ও ট্রাকের সংঘর্ষ

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

কালিহাতীতে লরি ও ট্রাকের সংঘর্ষ : নিহত এক

  • কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 
  • প্রকাশিত ২২ জানুয়ারি ২০১৯

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি ১০ নম্বর সেতুর কাছে লরি ও ট্রাকের সংঘর্ষে লরি চালক নিহত হয়েছেন।

গতকাল সোমবার দিবাগত রাতে এই দুর্ঘটনাটি ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত ওই লরি চালক কিশোরগঞ্জে রহমত আলী (৫৫)।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লবণ ভর্তি একটি ট্রাক উপজেলার আনালিয়াবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি লরি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন লরিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লরির চালক নিহত হয়। লরিতে থাকা হেলপার আহত এবং ট্রাকের চালক ও হেলাপার আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় রাখা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads