• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ : আহত ২০

মুন্সিগঞ্জ এলাকায় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী ও ইমাম হাসানের মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্থ লঞ্চটি

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ : আহত ২০

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২০ ফেব্রুয়ারি ২০১৯

মেঘনা নদীর মুন্সিগঞ্জ এলাকায় যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী ও ইমাম হাসান লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। এতে করে ইমাম হাসান লঞ্চের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়।

আজ বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ঢাকা সদরঘাট থেকে ইমাম হাসান লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসলে মুন্সিগঞ্জের দীঘিরচর নামক স্থানে আসলে এই দূর্ঘটনা ঘটে।

এমভি ইমাম হাসান লঞ্চের সুপার ভাইজর মো. হারিস জানান, আজ সকাল থেকেই নদীতে কুয়াশা রয়েছে। ঘটনাস্থলে আসলে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি কর্নফুলী-১৪ নামক লঞ্চটি ইমাম হাসানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে কর্নফুলী লঞ্চটি বড় হওয়ার কারণে ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু ইমাম হাসান লঞ্চটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং যাত্রীদের অনেকেই আহত হয়েছেন। পরবর্তীতে লঞ্চটি কিছুক্ষণ ওই স্থানে অবস্থানের পর চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে।

লঞ্চটি সিডিউল টাইমে সকাল সাড়ে ৯টায় চাঁদপুর নৌ-টার্মিনালে পৌঁছার কথা। দূর্ঘটনার কারণে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads